‘স্কুইড গেম’-এর বিষয় কী? এটি একটি গেম। একেকটা এপিসোড, একেকটা প্রতিযোগিতা। যে হারবে, সে মরবে! প্রচণ্ড রুদ্ধশ্বাস, নৃশংস এই মরা-বাঁচার খেলায় মেতেছে পুরো দুনিয়া। যে জিতবে, সে পাবে ৩৮ বিলিয়ন ইউএস ডলার। খেলছে কারা? ধারদেনায় ডুবে থাকা আমজনতা। সে নিম্নমধ্য বিত্ত থেকে, অতিশিক্ষিত ব্যেবসায়ী, গ্যাং স্টার, পকেটমার, মধ্যিবিত্ত দম্পতি থেকে মৃতপ্রায় বৃদ্ধ– কে নেই!
দশ বছর ধরে যে শোয়ের জন্যদ কোরিয়ান নির্মাতা হং দুং ইয়ক, প্রোডিউসার পাননি, সেই শো আজ কোটি কোটি মানুষের মুখে। ‘স্কুইড গেম’-এ আমরা দেখতে পাই নিরুপায় কিছু মানুষ, বেপরোয়া হয়ে ছুটছে টাকার পেছনে। সামনে ঝুলছে টাকা। সেই অর্থের লোভে একে অপরের প্রাণ নিচ্ছে। নিশ্চিত মৃত্যু জেনেও এই ভয়ঙ্কর খেলায় এগিয়ে আসছে কিছু মানুষ এবং আরও একদল মানুষ এই ওয়েব সিরিজে আছে, তাদের দেখা যায় ‘ভিআইপি’দের চরিত্রে। তারা বসে বসে এই মরণ-বাঁচনের লাইভ শো দেখছে এবং এই খেলার পেছনে মোটা টাকা ব্য য় করছে।