পাটগ্রামে গুরুতর আহত বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক। বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা রাজু
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাটগ্রাম উপজেলা শাখার অন্যতম সমন্বয়ক গোলাম আযমকে গত ০১ জানুয়ারি রাতের অন্ধকারে দুষ্কৃতকারীরা পথরোধ করে আহত করে। আহত ছাত্র নেতার বিচারের দাবিতে বিবৃতি দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি জামায়াত মনোনীত আগামী সংসদ নির্বাচনে পদ প্রার্থী পাটগ্রাম হাতিবান্ধা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম রাজু। বিবৃতিতে তিনি বলেন অন্ধকারে যারা হামলা করেছে তাদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।