Thursday, January 2, 2025

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত পঞ্চগড়, দেখা মিলছে না সূর্যের

 তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:কুয়াশার আবরণে ঢাকা পড়েছে উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়। শৈত্যপ্রবাহ না হলেও উত্তরের ঝিরঝির হিম বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের প্রকোপ। তিন দিন ধরে ভোর থেকে সূর্যের দেখা মিলছে না এ জেলায়। ফলে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনপদ।বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর আগে ভোর ৬টায় রেকর্ড করা হয় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের তাপমাত্রায় রেকর্ড হয়েছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা কমে আসা ও বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ হওয়ায় শীতের প্রকোপ বেড়েছে বলে জানিয়েছে জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গত দিনের মতো কুয়াশার চাদরে ঢাকা রয়েছে উত্তরের এ জেলা। হিমেল শীতল হাওয়া বয়ে যাওয়ার কারণে শৈত্যপ্রবাহ না হলেও বাতাসে ঝরাচ্ছে কনকনে তীব্র শীত। পৌষের মাঝামাঝিতে এমন শীতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ।


শেয়ার করুন