মাহমুদ আল হাছান নীলফামারী ঃ নীলফামারীর সোনালী ব্যাংকের উত্তরা ইপিজেড উপ-শাখায় গভীর রাতে নিরাপত্তাকর্মীকে মারধর করে ডাকাতির চেষ্টা করে দুর্বৃত্তরা। ডাকাতির চেষ্টায় ব্যথ হয়ে উক্ত শাখায় আগুন দেয়। এতে নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র ভষ্মিভূত হয়।
শনিবার (১১ জানুয়ারি) নীলফামারী সংগলশী কাজীরহাট এলাকায় উত্তরা ইপিজেড উপ-শাখায় রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ব্যাংকের নিরাপত্তাকর্মী মাসুদ রানা বলেন, কালকে রাতে আমার শরীর একটু খারাপ ছিল। এজন্য ঘুম আসছিল না। গভীর রাতে পান খেতে বের হই। পান খেয়ে ভেতরে যাই। এরপর আমি বাথরুমে যাই। বাথরুম থেকে বের হাওয়ার পরই একজন আমাকে আঘাত করে। এরপর আরও ২ জন এসে আমাকে বাঁধে। এরপর আমার কাছে লকারের চাবি চাই। না দিলে আমাকে বেঁধে রেখে অনেক ভয়ভীতি দেখায়। এরপর অনেক খোঁজাখুঁজি করে কোনো কিছু না পেয়ে তারা সেখানে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। আমি যতটুকু দেখতে পেরেছি প্রথমে তারা ক্যাশ কাউন্টারে আগুন দেয়। এরপর আমি আর কিছু বলতে পারি না।