 |
ছবি সংগৃহীত |
তিস্তা নিউজ ডেস্ক ঃ বাংলাদেশ সীমান্তে “অপস অ্যালার্ট” জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আগামী ২৬ জানুয়ারি দেশটির প্রজাতন্ত্র দিবসে নিরাপত্তা নিশ্চিতে ভারত-বাংলাদেশ সীমান্তে ১০ দিনের জন্য এই অ্যালার্ট জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।
এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের আসন্ন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আগামী ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে এই “অপস অ্যালার্ট” জারি করেছে বিএসএফ।
দেশটির উত্তর-পূর্ব এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট ৪,০৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। পূর্বাঞ্চলে কমান্ডের এডিজি তথা স্পেশাল ডিজি রবি গান্ধী বিজ্ঞপ্তি জারি করে সবকটি সীমান্তের দায়িত্বে থাকা বর্ডার আউটপোস্টগুলোকে সতর্ক করেছেন।
জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিএসএফকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই নির্দেশনামাকে বিএসএফের পরিভাষায় নাম দেওয়া হয়েছে “অপস অ্যালার্ট”।
এতে আরও বলা হয়, সীমান্তে বারবার মহড়া চালাতে হবে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে হবে। প্রয়োজনে রাতে বাড়তি সেনা মোতায়েন করে নজরদারি বাড়াতে হবে।
শেয়ার করুন