Thursday, January 9, 2025

এবার দিনের ভোট রাতে হবে না

 

সিইসি এএমএম নাসির উদ্দিন 

তিস্তা নিউজ ডেস্ক ঃ  এবার আর আগের মতো দিনের ভোট রাতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএম এম নাসির উদ্দিন। তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন করার বড় একটা উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতনতা করা। যারা বাড়িতে যাবেন ভোটারদের একটি বার্তা দিবেন যে, আপনার ভোট আপনি দিতে পারবেন। এ লক্ষ্যে মানুষের মধ্য একটি জাগরণ সৃষ্টি করতে হবে। নারী ভোটারসহ সকল ভোটাররা যাতে ভোটকেন্দ্রে আসেন সে লক্ষ্যে নানা প্রচার-প্রচারণা করা হবে।

বৃহস্পতিবার সকালে শহরের বেঙ্গল কনভেশন হলে ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি আরো বলেন, আমাদের লক্ষ্য একটাই, সুষ্ঠু সুন্দর গ্রহনযোগ্য নির্বাচন দেয়া। এ নিয়ে আমাদের অন্তরের মধ্যে কোন দ্বিধা দ্বন্দ্ব নেই।

আমরা কোন দল গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করার জন্য মাঠে নামি নাই। আমরা নেমেছি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনে জন্য।

দিনব্যাপী কর্মশালায় অংশ নেয়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামি নির্বাচনে আপনারা পক্ষপাতভাবে কাজ করবেন না। ভয়ের কোন কারণ নেই। তিনি বলেন, আগে পক্ষ নিয়ে কাজ না করলে চাকরির সমস্যা হতো। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এবার সেটার উল্টো হবে। কারো পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে। আমরা কিন্তু শক্ত অবস্থানে যাবো। কাজেই আপনারা সঠিকভাবে আইনকানুন মেনেই কাজ করবেন। সঠিক ভাবে কাজ করলে আমরা সঠিকভাবে সুন্দর নির্বাচন উপহার দিবো। তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়ার সাথে যারা জড়িত থাকবেন তাদের এবং দেশবাসি ও সবার সহযোগিতা নিয়ে এক সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।

সিইসি বলেন, আগে ফেবার না করলে চাকুরী নিয়ে টান পড়তো। অফিসাররা যখন কাজ করত তখন কাউকে কাউকে ফেবার করা কথা বলা হতো। ফেবার না করলে অসুবিধা হতো। সমস্যা হতো। এখন ফেবার করতে গেলে অসুবিধা হবে। আগের অবস্থার এখন পুরো উল্টো। এখন আর আগের মতো ভোট হবে না। আমরা সর্তক করে দিচ্ছি এব্যাপারে অনড় থাকব। কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আমরা একটি সুষ্ঠ-সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই, এতে কোন দ্বিধাদ্বন্দ নেই। আমাদের লক্ষ্য একটা, কোন দল বা গোষ্ঠিকে ভোটে জিতানোর জন্য অথবা কোন ব্যক্তিকে ভোটে জিততে না পারে সেজন্য নয়, কেবল সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য। মানুষ যাকে ভোট দেবে সেই জিতবে এটাই আমাদের প্রত্যাশা।

সিলেট অঞ্চলনের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে, এম, আলী নেওয়াজ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান, উপপ্রধান (উপসচিব) ও প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়। কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ অংশ নেন।

অনুষ্ঠানটি যৌথ ভাবে সঞ্চালনা করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন অফিসার মো. এমদাদুল হক ও সিলেট বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিসার স্বর্ণালী চক্রবর্ত্তী।


শেয়ার করুন