পঞ্চগড় প্রতিনিধি ঃ
পাথর আমদানি বন্ধ থাকায় বাংলাবান্ধা স্থলবন্দরে স্থবিরতা, বিপাকে শ্রমিকেরা
ভারত ও ভুটান থেকে পাথর আমদানি বন্ধ হওয়ায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর স্থবির হয়ে পড়েছে। এতে রাজস্ব আদায় কমে যাওয়ার পাশাপাশি বিপাকে পড়েছেন বন্দর-সংশ্লিষ্ট চার শতাধিক শ্রমিক।
ব্যবসায়ীরা বলছেন, ভুটান থেকে আমদানি করা পাথরের ট্রাকগুলো স্লট বুকিংয়ের (অনলাইনে ফি দিয়ে নিবন্ধন) আওতায় আনতে ভারতের ফুলবাড়ী বন্দরে ট্রাকচালকদের আন্দোলন চলছে। এ কারণে টানা পাঁচ দিন ভুটান থেকে পাথর আমদানি বন্ধ। আর স্থলবন্দরে শ্রমিকদের পাথর খালাসের (আনলোড) খরচ ও ভারতের অভ্যন্তরে পাথরের ট্রাকভাড়াসংক্রান্ত জটিলতায় গত ১৮ নভেম্বর হতে সেখান থেকে পাথর আমদানি বন্ধ।
বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, বন্দরে পাথর আমদানি বন্ধ থাকায় আমদানিকারকেরা বিপাকে পড়েছেন। সেই সঙ্গে শ্রমিকেরাও কর্মহীন হয়ে পড়েছেন। এককথায় পুরো স্থলবন্দরে পাথর আমদানি বন্ধের প্রভাব পড়েছে।