গাইবান্ধা প্রতিনিধি ঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হাটবাজারে এক মাসের ব্যবধানে আলুর দাম নেমেছে অর্ধেকে। এতে লোকসানের আশঙ্কা করছেন কৃষক। অপরদিকে লাভ গুনছেন পাইকার। তবে কম দামে আলু পেয়ে খুশি ভোক্তা।
কৃষি বিভাগ বলছে, অনুকূল আবহাওয়া থাকায় আগাম আলুর ফলন ভালো হয়েছে। তবে উপযুক্ত দাম না পেয়ে কৃষক হতাশ। অনেকে উৎপাদন খরচ না ওঠার শঙ্কায় রয়েছেন। এমন হলে আগামী মৌসুমে আগাম আলুর চাষ কমে যাবে।
সাদুল্লাপুর বাজারের পাইকার মাহবুবুর রহমান জানান, গতকাল বুধবার প্রতি পাল্লা (স্থানীয়ভাবে ৫ কেজিতে এক পাল্লা) আলু বিক্রি করেছেন ১১৫ থেকে ১২০ টাকায়। তাতে প্রতি কেজির দাম দাঁড়ায় ২৩ থেকে ২৪ টাকায়। তিনি খুচরা পাইকারের মাধ্যমে আলু সংগ্রহ করেছেন ১০৫ থেকে ১১০ টাকা পাল্লা। আবার খুচরা পাইকাররা কৃষকের কাছ থেকে কিনছেন ৯৫ থেকে ১০০ টাকা পাল্লা। এভাবে হাতবদল হয়ে বাজারে আসছে আলু। প্রত্যন্ত গ্রামের হাটবাজারে আলুর দাম আরও কম।
ক্রেতা জামির হোসেন বলেন, এক মাস আগে আলু কিনেছেন প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকায়। এখন নতুন আলু পাচ্ছেন ২৪ থেকে ২৫ টাকায়।