মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃবৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশিতচলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলে
নীলফামারী জেলার ১০টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি। জেলা শিক্ষা অফিস এ তথ্য জানা জানিয়েছে।
কলেজগুলো হলো- নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়নখান স্কুল ও কলেজের ৫ জন, জলঢাকা উপজেলার বাগুলাগাড়ী স্কুল ও কলেজের ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কেউ পাস করেনি। একই উপজেলার চাওড়াডাঙ্গী হাই স্কুল ও কলেজের ৬ জন, গোলমুন্ডা আদর্শ কলেজের ৩ জন, ডিমলা উপজেলার নাউতারা বালিকা স্কুল ও কলেজের ৩ জন, জিলা পরিষদ স্কুল ও কলেজের ২ জন, ডিমলা সীমান্ত কলেজের ২ জন, গয়াখড়িবাড়ী গার্লস কলেজের ২ জন, নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ সৃজনশীল কলেজের ১ জন ও সৈয়দপুরের সাতপাই হাই স্কুল ও কলেজের ১ জন পরীক্ষা দিলেও কেউ পাস করেনি ।
নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, জেলায় ১০টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি। আমরা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। তাদের কোনো গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।