Thursday, October 16, 2025

এইচএসসি'র ফলাফল নীলফামারীর ১০ কলেজের পাস করেনি কেউ



মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃবৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশিতচলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলে
 নীলফামারী জেলার  ১০টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি। জেলা শিক্ষা অফিস এ তথ্য জানা জানিয়েছে।  

কলেজগুলো হলো- নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়নখান স্কুল ও কলেজের ৫ জন, জলঢাকা উপজেলার বাগুলাগাড়ী স্কুল ও কলেজের ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কেউ পাস করেনি। একই উপজেলার চাওড়াডাঙ্গী হাই স্কুল ও কলেজের ৬ জন, গোলমুন্ডা আদর্শ কলেজের ৩ জন,  ডিমলা উপজেলার নাউতারা বালিকা স্কুল ও কলেজের ৩ জন, জিলা পরিষদ স্কুল ও কলেজের ২ জন, ডিমলা সীমান্ত কলেজের ২ জন, গয়াখড়িবাড়ী গার্লস কলেজের ২ জন, নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ সৃজনশীল কলেজের ১ জন ও সৈয়দপুরের সাতপাই হাই স্কুল ও কলেজের ১ জন পরীক্ষা দিলেও কেউ পাস করেনি ।  

নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, জেলায় ১০টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি। আমরা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। তাদের কোনো গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন