Friday, January 17, 2025

লিকার চা পানে যেসব উপকার পাবেন

 


তিস্তা নিউজ ডেস্ক ঃ সারা দিনে কাজের চাপ কম নয়। তাই কিছু ক্ষণ অন্তর দুধ চায়ে চুমুক দিতে হয় চাঙ্গা হওয়ার জন্য। এই অভ্যাস অনেকেরই। তবে দিনভর দুধ চা খেলে সাময়িক ভাবে খানিকটা ফুরফুরে থাকা যায় ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদে শরীরের জন্য একেবারেই ভালো নয়। দিনে কয়েক কাপ চা খাওয়া দোষের নয়, কিন্তু কাপের পর কার দুধ চা খেলে সমস্যা অবশ্যম্ভাবী। চনমনে থাকার একমাত্র চাবিকাঠি যদি হয় চা খাওয়া, তা হলে দুধের বদলে লিকার চায়ে চুমুক দিন। তাতে কী কী সুফল মিলবে?

হার্টের যত্নে

ভবিষ্যতে যাতে হার্টের সমস্যা না হয়, তার জন্য লিকার চা খাওয়ার অভ্যাস তৈরি করুন। লিকার চা হার্টের রোগের ঝুঁকি কমায়। স্ট্রোকের ঝুঁকি কমাতে একই রকম ভাবে উপকারী এই চা। সর্বোপরি দীর্ঘ দিন হার্ট ভালো রাখতে লিকার চায়ের বিকল্পর নেই।

অন্ত্রের সমস্যা এড়াতে


লিকার চায়ে শরীরে ভালো ব্যাক্টেরিয়ার জন্ম দেয়। এই ব্যাক্টেরিয়া অন্ত্রের সংক্রমণ দূরে রাখে। হজমের গোলমাল ঠেকাতে এর লিকার চায়ের জুড়ি মেলা ভার। পেট ফাঁপা, গ্যাস-অম্বলের ঝুঁকি এড়াতেও লিকার চা দারুণ উপকারী।

ওজন নিয়ন্ত্রণে

ওজন বশে রাখতে লিকার চায়ে চুমুক দেওয়ার কোনো বিকল্প নেই। লিকার চা বিপাক হার বৃদ্ধিতে সাহায্য করে। হজম ঠিকঠাক হলে ওজন বেড়ে যাওয়ার ভয় থাকে না। তা ছাড়া শরীরের জমে থাকা ফ্যাট ঝরিয়ে ফেলতেও জুড়ি মেলা ভার এই চায়ের।


শেয়ার করুন