তিস্তা নিউজ ডেস্ক ঃ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চীন সমর্থন করে যাবে। পাশাপাশি বাংলাদেশের জন্য ঋণের সময়সীমা বাড়ানো ও সুদের হার কমানোর আশ্বাসও দিয়েছে দেশটি।
মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াও ওয়েনের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের বৈঠকের পর এক বিবৃতিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ সময় বাংলাদেশ চীনের মধ্যে যমুনা নদী সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই করা হয়।