তিস্তা নিউজ ডেস্ক ঃ বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর এক বাংলাদেশি নাগরিকের হামলার ঘটনায় যখন একটি মহল বাংলাদেশকে নিয়ে নেতিবাচক মন্তব্য শুরু করেছে, তখন বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছেন ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ।
কাশ্মীরের রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আব্দুল্লাহ বলেছেন, এই হামলায় বাংলাদেশের একজন নাগরিকের জড়িত থাকার জন্য পুরো জাতিকে দায়ী করা যায় না।
বুধবার (২২ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশিদের নিয়ে ওই মন্তব্য করেছেন তিনি। ফারুক আব্দুল্লাহ বলেছেন, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আমার অবস্থান এবং আমি সাইফ আলি খান মঙ্গল কামনা করি।
ন্যাশনাল কনফারেন্সের এই নেতা বলেন, যদি কেউ এসে সাইফ আলি খানের ওপর হামলা করেন, সেক্ষেত্রে আপনি একজন ব্যক্তির কাজের জন্য পুরো একটি জাতিকে দোষারোপ করতে পারেন না। আপনি কীভাবে একজন ব্যক্তির সঙ্গে একটি জাতিকে এক করে ফেলেন!
তিনি বলেন, ভারতে যেমন বিভিন্ন দেশের অভিবাসীরা আছেন, তেমনই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশেও ভারতীয়রা আছেন। আমরা এক ব্যক্তির কাজের জন্য তার দেশের সব মানুষকে দায়ী করতে পারি না।
গত ১৬ জানুয়ারি মুম্বাই নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলি খান। মুম্বাই পুলিশ বলেছে, ওই দিন স্থানীয় সময় দিবাগত রাত আড়াইটার দিকে সাইফ আলি খানের বাসায় ঢুকে পড়েন শরিফুল ইসলাম শেহজাদ নামের বাংলাদেশি।
পরে সেখানে ধস্তাধস্তির এক পর্যায়ে বলিউডের এই অভিনেতাকে ছুরিকাঘাত করেন তিনি। এতে তার শরীরে অন্তত ছয়টি জখম হয়।