Friday, January 17, 2025

ইসলামিক প্রশ্নোত্তর



 তিস্তা নিউজ ডেস্ক ঃ প্রশ্ন : আমি কয়েকদিন আগে মুসাফির থাকাবস্থায় ভুলক্রমে কসর না পড়ে পুরো নামাজ পড়ে ফেলি, আমার নামাজ হয়েছিল কি?


উত্তর : ভুলক্রমে হয়ে গেলে নামাজ হয়ে যাবে। তবে, যদি আপনার পড়াকৃত নামাজের ওয়াক্তের মধ্যে স্মরণ হতো, তাহলে আবার কসর পড়ে নিতে হতো। যেহেতু আপনার পরবর্তীতে স্মরণ হয়েছে এখন আর সেই নামাজ দোহরাতে হবে না।



উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী


সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।


শেয়ার করুন