Monday, January 13, 2025

ইসলামিক প্রশ্নোত্তর

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ  প্রশ্ন : গতকাল মাগরিবের নামাজের দ্বিতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গেছি। এই বিষয়টি আমার আজকে মনে পড়েছে। এমতাবস্থায় আমার কি করণীয়?


উত্তর ঃ  যেহেতু সূরা ফাতিহার সাথে অন্য সূরা না মেলানোর মতো ভুলটি আপনার নামাজ শেষ হওয়ার পর মনে পড়েছে, তাই আপনাকে এই নামাজটি দোহরাতে হবে। তবে, যদি সালাম ফেরানোর আগে মনে পড়তো, তাহলে সাহু সেজদা দিলেই হতো। ।


উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী

সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।


শেয়ার করুন