প্রশ্ন : গত মাসে আমার আব্বা মারা গেছেন, একজন উনার কাছে কিছু টাকা পেত, সস্তান হিসাবে আমি এ বাবার এ ঋণটি পরিশোধ করতে চাই? আমি এই ঋণ দিয়ে দিলে কি আমার আব্বা ঋণমুক্ত হবে? এখন পাওনানাদার টাকাগুলো নিতে চাচ্ছেন না, বলে মাফ করে দিয়েছি। আমার করণীয় কি?
উত্তর : সন্তান হিসেবে আপনার উচিত পিতার পাওনা পরিশোধ করে দেওয়া। এ বিষয়ে আপনার আন্তরিক চেষ্টার ত্রুটি করবেন না। এখন পাওনাদার যদি নিজের থেকে আপনার আব্বাকে ক্ষমা করে দেন, পাওনা টাকা না নেন, তাহলে আপনার আব্বার কোনো দায় থাকবে না। আপনিও তার এ ইহসান ও সৌজন্য মেনে নিন। এ নিয়ে জোর জবরদস্তি করা বা নিতেই হবে বলে মনে করা বাড়াবাড়ি। যদি কোনো মন্দ দিক এখানে লুকিয়ে না থাকে, তাহলে আপনি এ টাকা না দিলেও চলবে। যিনি দাবী ছেড়ে দিতে চান, তাকে দাবী ছেড়ে দেওয়ার সুযোগ দিন।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী।