Tuesday, January 7, 2025

লিংকন এর কবিতা আমার ভাবনাগুলো -১৩ ( ইসলাম ফোবিয়া)

আমাদের সমাজে কিংবা রাষ্ট্রে কিছু মানুষ আছে- যারা নিজেকে বেশ অসাম্প্রদায়িক/ ধর্ম নিরপেক্ষ ভাবতে পছন্দ করে কিংবা অসাম্প্রদায়িক হিসেবে নিজের পরিচয় দিতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করে ( যদিও ইসলামে অসাম্প্রদায়িকতার কোন স্থান নেই, তবে সকল ধর্মের মানুষের সাথে সহমর্মিতা, ন্যায় পরায়ণতা, মানবতা, নিরাপত্তার বিষয়ে জোড় দিয়ে বলা হয়েছে যে তাদের সাথে কখনই অন্যায় করা যাবে না, নইলে কাল কেয়ামতের মাঠে এর জন্য শাস্তি পেতে হবে) অথচ এরা মুসলমানের ঘরে জন্মগ্রহন করেও এক ধরনের ইসলাম ফোবিয়ায় ভোগে। 
            এজন্য এরা ইসলামকে মনে-প্রাণে নয়, সামাজিক একটা ধর্ম হিসেবে নামে মাত্র পালন করে। তাই ইসলামের কথা শুনলেই এদের গা জ্বালা শুরু করে, চুলকানি বেড়ে যায়, বেড়ে যায় রক্তচাপ!
     এদের অন্তরে ইসলাম নেই, অথচ অনেক সময় ইসলামের ধ্বজ্জাভাবে নিজেকে।  
          এরা ধর্মকে জাতিয়তাবাদের সাথে গুলিয়ে ফেলে। যদিও জাতিয়তাবোধ এদের আছে কিনা সন্দেহ! কেননা এরা দুর্নীতিগ্রস্থ, অন্যায়কারী, অসৎ সর্বোপরি নৈতিকতাবিহীন একজন মানুষ!

* এরা নয় ধর্মপ্রাণ মানুষ!
* নয় দেশপ্রেমিক! 
* এরা চুষে খাওয়ার দলের! 
* এরা স্বার্থের লোভে ধর্মপ্রাণ সাজে!
* এরা স্বার্থের লোভে সাজে দেশপ্রেমিক!
* এরা কথা বলে যুক্তিহীন!
* অন্যায়ের সাথে আপোষ করে চলে
* নয়তো এরা ন্যায়ের পথ ছেড়ে অন্যায়ের পথে হাঁটে!

* এরাই কীট!
* এরাই দেশদ্রোহী!
* এরাই ভন্ড চেতনাবাজ!

* এদের থেকে সমাজের প্রতিটা মানুষকে সচেতন হতে হবে, 
* এদের বলা কথাগুলো যাচাই করতে হবে,
* এদের উস্কানিতে কান দেওয়া যাবে না,
* এদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবেনা।
        নইলে দেশ, জাতি সমাজ এক ভয়ঙ্কর সময়ের মুখোমুখি হবে এবং অপূরনিয় ক্ষতির সম্মুখীন হবে। 

তাই আমাদের সমাজের প্রতিটা মানুষের সচেতন হওয়া প্রয়োজন, প্রয়োজন শত্রুমিত্র চিনতে শেখা।

আসুন দেশকে ভালোবাসি, ভালোবাসি সত্যিকার আবেগ দিয়ে,
নিজের অস্তিত্ব দিয়ে!
 মেকী ধর্মের আবরন ঝেড়ে ফেলে, 
ভালোবাসি নিজ নিজ ধর্মকে !
শ্রদ্ধা করি সকল ধর্মের মানুষকে। 

লিংকন


শেয়ার করুন