Wednesday, January 1, 2025

জলঢাকায় তিস্তা নিউজ 24.com এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন

বদিউজ্জামান জলঢাকা:

জলঢাকায় নতুন আঙ্গিকে নতুন ধারার অনলাইন নিউজ সংস্করণ " তিস্তা নিউজ 24.com আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। তিস্তা নিউজের শুভ সুচনা উপলক্ষে ১লা জানুয়ারী বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব জলঢাকার অস্থায়ী কার্যালয়ে এক জমকালো আয়োজনের মধ্যদিয়ে শুভসূচনা ঘটে। বিশিষ্ট ব্যবসায়ী ও প্রেসক্লাব উপদেষ্টা হামিমুর রহমান হামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ্ জাহান কবীর লেলিন, তিস্তা নিউজ টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক ফয়সাল মুরাদ, অবনি ফার্মেসির ব্যবস্থাপক পরিচালক হাবিবুর রহমান হালু, জলঢাকা নিউজ সম্পাদক প্রভাষক বজলুর রশিদ, তিস্তা নিউজ টুয়েন্টি ফোর ডটকমের বার্তা সম্পাদক মাহমুদ আল হাছান, প্রেসক্লাব সহ-সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান লেবু ও সহ-সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আবেদ আলী প্রমুখ। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা সূধী ও সামাজিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। তিস্তা নিউজ টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক ফয়সাল মুরাদ বলেন, জলঢাকায় নতুন ধারায় নতুন আঙ্গিকে পরিবেশিত হবে তিস্তা নিউজ টুয়েন্টি ফোর ডটকম। অনলাইন সংস্করণ থেকে এটিকে দৈনিক পত্রিকায় রুপান্তরিত করার পরিকল্পনা রয়েছে। প্রধান অতিথি'র বক্তব্যে প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নতুনত্বের সমাদর নিয়ে নতুন বর্ষবরনে জলঢাকা উপজেলা থেকে একটি অনলাইন নিউজ সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ায় আমি প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। তিস্তা নিউজ ডটকম পাঠক নন্দিত হয়ে জলঢাকা উপজেলার মুখ উজ্জ্বল করবে এই আশাবাদ ব্যক্ত করছি।


শেয়ার করুন