Monday, January 13, 2025

জলঢাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ



আসাদুজ্জামান জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ঃ

শীতের তীব্রতায় যখন , দরিদ্র মানুষের জীবনে নেমে এসেছে দুর্ভোগ, দিনভর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বাড়ায় শীতের তীব্রতা। সেই সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন #দাতব্য সংস্থা ইসলামিক এইড এর সহযোগিতায় বাংলাদেশ জামায়াতে ইসলামি জলঢাকা উপজেলা শাখা।

আজ সোমবার(১৩জানুয়ারি) নীলফামারীর জলঢাকায় জামায়াতের ইসলামীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। জলঢাকা পৌরসভার ২০০ জন দুস্থ, অসহায় ও হতদরিদ্রের মাঝে শীত নিবারণের জন্য  (কম্বল চাদর ও বাচ্চাদের সোয়েটার) প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুল্লাহ সালাফি- বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সংসদ সদস্য প্রার্থী নীলফামারী -৩। তিনি বলেন জামায়াতে ইসলামী কে সহযোগিতা করেছে দাতব্য সংস্থা ইসলামিক এইড। তিনি এ সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়ার আবেদন করেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রাপ্য অধিকার পৌঁছে দেয়া হবে ইনশাআল্লাহ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা মিডিয়া ও প্রচার সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী প্রভাষক সাদের হোসেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের থানা আমীর মোখলেছুর রহমান মাস্টার,থানা সেক্রেটারী মোয়াম্মার আল হাসান পৌরসভা আমীর  মাওলানা মোজাম্মেল হক ও পৌর সেক্রেটারি অপিয়ার রহমান আব্দুর রাজ্জাক রিংকু, আতাউর রহমান প্রমুখ।







শেয়ার করুন