Monday, January 6, 2025

নীলফামারী কারাগারে হাজতির মৃত্যু

জেলা কারাগার 

আব্দুল মালেক, (নীলফামারী) : 

নীলফামারী জেলা কারাগারে জাহিদুল ইসলাম (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টায় নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারাগার সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট বন্দী গত ২৬/১২/২০২৪ তারিখ হতে কারা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন। অদ্য সকাল ১০টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, তাকে কারা হাসপাতালে তাৎক্ষণিকভাবে চিকিৎসা প্রদান করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কারা হাসপাতালের সহকারি সার্জনের পরামর্শ মোতাবেক উন্নত চিকিৎসার জন্য সকাল সাড়ে ১০ টায় তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উন্নত চিকিৎসা চলাকালীন সময় কর্তব্যরত চিকিৎসক বেলা ১১ টায় তার মৃত ঘোষণা করেন। জাহিদুল ইসলাম ডিমলা উপজেলার ছাতনাই কলোনির পূর্ব ছাতনাই এলাকার নওশের আলীর ছেলে। 

জাহিদুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিমলা থানার জিআর ১৬৯/১৯ মামলায় গ্রেফতার হয়ে গত ০১ নভেম্বর থেকে কারাগারেই বন্দী ছিলেন, তার হাজতি নং-৩১২৮/২৪।

জেল সুপার মোঃ রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, সুরতহাল ও ময়না তদন্তের পর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শেয়ার করুন