Tuesday, January 21, 2025

 

মাহমুদ আল হাছান স্টাফ রিপোর্টারঃ নীলফামারীতে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে ওঠা-নামা করছে তাপমাত্রা। তীব্র শীতের প্রভাবে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। দিনের কিছু সময় সূর্য আলো ছড়ালেও কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারপাশ। শীতের দাপট আর হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার (২০ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.০০ ডিগ্রি সেলসিয়াস। 

জলঢাকা উপজেলার গোলমুন্ডার বাসিন্দা বয়বৃদ্ধ আব্বাস আলী জানান,আইতের (রাতের) চেয়ে দিনে ঠান্ডা বেশি লাগতেছে।

নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুর রহিম বলেন, শীতের কারণে রোগীর সংখ্যা বেড়েই চলছে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বয়স্ক ও শিশুদের। আমাদের হাসপাতালের শয্যার চেয়েও বেশি রোগী চিকিৎসা নিতে আসছে।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম ঢাকা মেইলকে বলেন, গত কয়েক দিনের তুলনায় আজকে তাপমাত্রা অনেকটা কম। আজ ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।




শেয়ার করুন