![]() |
প্রতিকি ছবি |
মাহমুদ আল হাছান স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর জলঢাকায় ১৪ জন জুয়ারী কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে জলঢাকা শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ। এদের মধ্যে একজন সাবেক কাউন্সিলর আছে।
থানার সেকেন্ড অফিসার আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তিস্তা নিউজ কে বলেন, ‘তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।’
গ্রেপ্তারকৃতরা হলেন জলঢাকা বালাগ্রাম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের তাপস চন্দ্র রায় (২৯), বগুলাগাড়ি গ্রামের ছৈদিব চন্দ্র রায় (৩৪), পরিমল চন্দ্র রায় (৩৫), জিয়া চন্দ্র রায় (৪৭), কামরুজ্জামান (৫২), হামিদুর রহমান (৫৩) পৌরসভার ২ নং ওয়ার্ডের হাসানুর রহমান (৩৬), বাবু চন্দ্র রায় (৪২), বিনয় কুমার দাস (৪২), রহিদুল ইসলাম (৩৩), আব্দুল মজিদ (৫৪), আমিনুল্লাহ (৫৯), শ্রী শৈলান চন্দ (৩৩), ইসমাইল হোসেন (৬৫), । গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছে নগদ অর্থ খেলার সামগ্রী এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় ।