Tuesday, January 21, 2025

H1R,সেচ প্রকল্প সংস্কারের নামে চলছে বিভিন্ন অনিয়ম দুর্নীতি



মোঃ মিরাজুর রহমান ঃ 

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা গাড়াগ্রাম ইউনিয়ন বাবুর বাজার নামক এলাকা দিয়ে বয়ে গেছে একটি রংপুর পানি উন্নয়ন বোর্ডের সেচ ক্যালেন কিন্তু সংস্কারের নামে চলছে, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ঘটনাস্থলে গোপন সংবাদের ভিত্তিতে যাওয়া হলে যে দেখা মেলে পুকুরের পচা পানি, এবং পাথরের জায়গায় মাটি, বালুর জায়গায় ধুলোবালি, এবং ডাইকের পেটে পলিথিন ছাড়াই, বিভিন্ন ময়লা, আবর্জনা, লেগে থাকা শর্তেও তারা ঢালাই চালিয়ে যাচ্ছে। 

এলাকার কিছু সচেতন মহল বলেন যে আমরা তাদেরকে ভালোভাবে কাজ করতে বলা হলেও তারা আমাদের কথা শোনেনি তারা বলে তাদের শিডিউল অনুযায়ী কাজ করতেছে। এবং গ্রামবাসীরা কোন কিছু বলতে গেলে ভয় ভীতি দেখান সংশ্লিষ্ট সাইটে থাকা ব্যক্তিরা।A1R এ বিষয় নিয়ে এসো আবুল কালাম আজাদকে  বারবার ফোন দোয়া হলে সে কেটে দেন রিসিভ করেন না। কিন্তু সে জানেনা তার সাইডে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চলমান কিন্তু সে চোখ বুজে দেখে যায় কিন্তু কোন হস্তক্ষেপ করেন না। এ বিষয় নিয়ে পানি উন্নয়ন বোর্ডের রংপুর নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের সাথেও মুঠোফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনিও ফোন রিসিভ করেন না। কিন্তু বিষয়টি খোলাসা এরা যেন জেনেও না জানার ভান করেন,সরকার কোটি কোটি, টাকা খরচ করে চাষীদের জন্য সেচ প্রকল্প গুলো দিয়ে থাকেন কিন্তু তারা এমনভাবে তৈরি করেন সেচ প্রকল্প গুলো যা তিন মাস, চার মাস, পাঁচ মাস পর ভেঙ্গে পড়ার সম্ভব না থাকে ভালো মানের কাজ না করার জন্য এমনটি দেখা যায়।


শেয়ার করুন