Monday, January 6, 2025

হারিয়ে যাওয়া গ্রামীণ খেলায় অংশ নিয়ে যেন শৈশবে ফিরলেন তাঁরা

হারিয়ে যাওয়া লাঠি খেলা 


পঞ্চগড় প্রতিনিধি  : পৌষের রোদমাখা দিনে মাঠজুড়ে নানা বয়সী হাজারো নারী-পুরুষের উচ্ছ্বাস। মাঠের ভেতর একের পর এক অনুষ্ঠিত হচ্ছে পাক্ষি, হাডুডু, লাঠিখেলা, রশি টানা, তৈলাক্ত কলাগাছে ওঠা, ডাঙ্গুলিসহ হারিয়ে যাওয়া নানান গ্রামীণ খেলা। ঢোলসহ নানা বাদ্যযন্ত্রের তালে তালে এসব খেলায় অংশ নেওয়া ব্যক্তি আর দর্শকেরা আনন্দে মেতে ওঠেন।

আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়ন পরিষদসংলগ্ন হেলিপ্যাড মাঠে এই গ্রামীণ খেলার আয়োজন করা হয়। পঞ্চগড় জেলা প্রশাসনের সহযোগিতায় পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন এই আয়োজন করে।

গ্রামবাংলার হারিয়ে যাওয়া এসব খেলায় অংশ নিয়ে বেশির ভাগ প্রবীণ ব্যক্তিই যেন ফিরে যান তাঁদের শৈশবে। এ সময় অনেকে পুরোনো দিনের স্মৃতিচারণা করেন। অপর দিকে, হারিয়ে যাওয়া এসব খেলা নতুন করে দেখতে পেয়ে বেশ অভিভূত হয়েছে শিশু, কিশোর ও তরুণেরা।

বিকেলে লাঠিখেলায় অংশ নিয়ে লাঠি ঘোরানোর সময় সবার নজর কাড়েন ষাটোর্ধ্ব সামসুল হক (৬৫)। তিনি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড এলাকার বাসিন্দা। তিনি বলেন, ‘আমার বাবা বোরহান উদ্দিন সরকার একসময় লাঠি খেলতেন। মাত্র আট বছর বয়সে বাবার কাছেই লাঠিখেলা শিখেছি। এখন তো বাবা আর নেই। এর আগে মাঝেমধ্যে এসব খেলা হতো। কিন্তু প্রায় ১০ বছর ধরে এসব খেলা কোথাও হয় না। আজকে এই খেলায় অংশ নিয়ে খুব ভালো লাগছে। মনে হচ্ছে, আমি যেন ছোটবেলায় ফিরে গেছি।’


শেয়ার করুন