Monday, January 6, 2025

জলঢাকায় নাগরিক কমিটির শীতবস্ত্র বিতরণ





বদিউজ্জামান জলঢাকা : গতকাল রাতে জলঢাকার  শিমূল বাড়ি এবং মীরগঞ্জ ইউনিয়নে হত দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে শীত বস্ত্র বিতরন করেন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। বিতরণ কালে তারা বলেন, দেশের মানুষের শান্তি রক্ষায় আমরা আমাদের নিরব ভূমিকা পালন করে যাব। 

আমরা যেন সারা জীবন গরিব- দুখিদের সাথে নিয়ে মাঠে কাজ করতে পারি এবং দেশ থেকে অপ-শক্তি তাড়াতাড়ি বিদায় করতে পারি।


শেয়ার করুন