Saturday, January 11, 2025

পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ

 


পঞ্চগড় প্রতিনিধি ঃ চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার (১০ জানুয়ারি) ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় উত্তরের জেলা পঞ্চগড়ে। পাহাড়ি হিমবাতাস ও ঘন কুয়াশার মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়ে এ জেলা। তবে একদিনের ব্যবধানে তাপমাত্রার পারদ খানিকটা বাড়লেও অব্যাহত রয়েছে কনকনে শীত।  

শনিবার (১১ জানুয়ারি) ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, রাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় জেলার সড়ক মহাসড়কগুলো। ভোর থেকে কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলো।  

এদিকে কনকনে শীতের কারণে গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষেরা। তবে সকাল সাড়ে ৭টা নাগাদ সূর্যের মুখ দেখা দিলেও খানিকটা কুয়াশার কারণে ছড়াতে পারেনি উত্তাপ।



শেয়ার করুন