Friday, January 31, 2025

ইসলামিক জিজ্ঞাসা ও জবাব

 


প্রশ্ন : আমাদের এলাকায় মানুষজন মাঝেমধ্যে শিরনী মান্নত করে। তারপর তা রেধে মানুষদেরকে খাওয়ায়। এটি কি জায়েজ?


উত্তর :গরীব মানুষকে খাওয়ানো একটি সওয়াবের কাজ। এতে কোনো দোষ নেই। তবে, রেওয়াজ বা কুসংস্কার হিসাবে মান্নত করে খানা দেওয়া বা খাওয়ানো, খানার মূল উদ্দেশ্যকে নষ্ট করে দেয়। এ বিষয়ে নিয়ত ও দান নাকি উপহার এসব বিষয় ঠিক করে নিতে হবে। প্রচলিত রেওয়াজী খানা অনেক সময় শরীয়তসম্মত হয় না।

উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী


শেয়ার করুন