তিস্তা নিউজ ২৪ ঃ হলের সিট বণ্টনকে কেন্দ্র করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন চারজন। এরমধ্যে সাকিব নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর ও পুলিশ সূত্রে জানা গেছে, বেরোবির বঙ্গবন্ধু হলে ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুলের সঙ্গে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থীর মাঝে সিট বণ্টন নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ বাধে।
সংঘর্ষ থামাতে গিয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকিব গুরুতর আহত হন। তাকে সহপাঠীরা উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ খবর ছড়িয়ে পড়লে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা পরস্পরের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষ লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে অবস্থান নেন। অন্যদিকে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়ে সংঘর্ষ চালিয়ে যান। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এই সংঘর্ষে চার শিক্ষার্থী আহত হন।
এ বিষয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান অভিযোগ করেছেন, তাদের বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। পাল্টা অভিযোগ করেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম।