Thursday, January 23, 2025

আগামী নির্বাচনে অনেকেই আওয়ামী লীগকে নিয়ে আসবার পাঁয়তারা করছে- আখতার হোসেন

 


জেলা প্রতিনিধি লালমনিরহাট ঃ

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন,আগামী নির্বাচনে অনেকেই আওয়ামী লীগকে নিয়ে আসবার পাঁয়তারা করছে। এটা স্পষ্টত যে, দিল্লীর সাথে সম্পর্ক থাকায় তারা এ ধরনের কাজ করছে। তবে আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেয়া হবে না।জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি ‘মধ্যমপন্থী’ রাজনৈতিক দল ঘোষণা করবে।

বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) দুপুরে রংপুরের কাউনিয়া গার্লস স্কুল মোড় বাজারে গণসংযোগকালে এ তথ্য জানান তিনি।

আখতার বলেন, আগামী নির্বাচনে অনেকেই আওয়ামী লীগকে নিয়ে আসবার পাঁয়তারা করছে। এটা স্পষ্টত যে, দিল্লীর সাথে সম্পর্ক থাকায় তারা এ ধরনের কাজ করছে।তবে আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেয়া হবে না।যারাই আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই দেশের জনগণ সর্বশক্তি দিয়ে রুখে দাড়াবে।এর আগে, কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক হাজার দুঃস্থ নারী ও পুরুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।

গণসংযোগ শেষে ফেব্রুয়ারির মধ্যেই রাজনৈতিক দল আসছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি রাজনৈতিক দলের আবির্ভাব হতে যাচ্ছে। আশা করছি, ফেব্রুয়ারির মধ্যে আমরা সেই রাজনৈতিক দলের দেখা পাবো।ইতো মধ্যে ২‘শ থানা কমিটি হয়েছে।জানুয়ারির মধ্যে ৪ শতাধিক থানা কমিটি হয়ে যাবে। এর পর ফেব্রুয়ারিতে আমরা আনুষ্ঠানিক ভাবে দল ঘোষণা করবো। অনেক নাম প্রস্তাবনা এসেছে। যাছাই-বাছাই শেষে নাম চূড়ান্ত করা হবে।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার বলেন, বাংলাদেশে একটি মধ্যম পন্থী রাজনৈতিক চর্চা থেকে এই দলের আবির্ভাব হবে। এদেশে দীর্ঘ সময় ধরে চলে আসা ইসলাম বিদ্বেষ যেমন আমরা টলারেট করবো না তেমনি হিন্দু, উগ্রবাদ কিংবা মুসলিম উগ্রবাদের যে জায়গা গুলো আছে সেগুলোও আমরা হতে দিবো না।

শেয়ার করুন