Wednesday, January 15, 2025

ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে ঘুস লেনদেনের সময় হাতেনাতে আটক ১

 

ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক হোসেনকে ঘুস লেনদেনের সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুরে পাসপোর্ট অফিস থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
দুদক জানায়, জর্ডান প্রবাসী মারিয়া মেহজাবিন সরকার পাসপোর্ট নবায়নের জন্য ঠাকুরগাঁও কলেজপাড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন জমা করেন। পরে ওই কর্মকর্তা আবেদনের ভুল সংশোধনের কথা বলে ওই ভুক্তভোগী নারীর কাছে ৫০ হাজার টাকা ঘুস দাবি করেন। ঘুস লেনদেনের সময় তাকে আটক করা হয়। 

ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সরকারি পরিচালক জাহিদুল ইসলাম মামুন স্বীকার করে বলেন, এক নারীর সঙ্গে পাসপোর্ট সংশোধন করে দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন।
তবে এজন্য কতৃপক্ষ দায়ী নয়।

শেয়ার করুন