Thursday, January 9, 2025

বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ১০ প্রানী

 
তিস্তা নিউজ ডেস্ক ঃ 

বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ১০ প্রাণী

প্রাণিজগৎ বুদ্ধিমান প্রাণীতে ভরপুর। তবে এ জগতে কে কতটা বুদ্ধিমান, তা নির্ণয় করা এক জটিল বিষয়। কিন্তু এটা ঠিক, প্রাণিজগতে আমরা মানুষেরাই শুধু বুদ্ধিমান নই। কেননা, আমরা এমন আচরণ দেখতে পাই, যা আগে মানুষের জন্য অনন্য বলে মনে করা হলেও দূর–সম্পর্কিত অন্যান্য প্রজাতির মধ্যেও প্রতিফলিত হয়। আবার, এসব প্রজাতিকে আমরা এদের মস্তিষ্ককে এক ‘পরাশক্তির’ মতো ব্যবহার করতে দেখি।
প্রকৃতপক্ষে, প্রাণিজগতে মেধাবী মনের এত বৈচিত্র্য যে এদের তুলনা করা খুবই কঠিন। শুধু মানুষ ছাড়া কোনো প্রজাতির প্রাণীর জন্য উপযুক্ত আইকিউ পরীক্ষার ব্যবস্থা নেই। যাহোক, বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ১০ প্রাণীর একটি তালিকা প্রকাশ করেছে বিবিসি সায়েন্স ফোকাস সাময়িকী। তালিকার ক্রম বুদ্ধিমত্তার ভিত্তিতে করা নয়। আসুন, জেনে নেওয়া যাক কারা আছে সেই তালিকায়—

১। শিম্পাঞ্জি

২। ডলফিন 

৩।  অক্টোপাস

৪। কুকুর

৫। ওরাংওটাং

৬। কাক

৭। আফ্রিকান গ্রে প্যারট

৮। ভ্রমর

৯। গরিলা

১০। মানুষ

শেয়ার করুন