আসাদুজ্জামান আসাদ (জলঢাকা) ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল এর ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৫ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার(২০ফেব্রুয়ারী)বিকাল ৩ থেকে ৬ টা পর্যন্ত জলঢাকা উপজেলা আবু সাঈদ চত্বরে অনুষ্ঠিত হয়। কর্মসূচি বাস্তবায়ন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল জলঢাকা উপজেলা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা মাহেরিন চৌধুরী, মরহুম মোহিতুর রহমান চৌধুরীর কন্যা ও শহীদ জিয়াউর রহমানের ভাতিজি।
আলোচনা সভাটি উদ্বোধক করেন জনাব ময়নুল ইসলাম সাধারণ সম্পাদক জলঢাকা উপজেলা বিএনপি।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন শাহজাদা মুক্তি, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল নীলফামারী জেলা শাখা।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন হোসেন আলী, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল নীলফামারী জেলা শাখা, রশিদুল ইসলাম (বাঙ্গালী) সভাপতি জলঢাকা পৌর জাতীয়তাবাদী দল বিএনপি,গোলাম সারোয়ার (ভুট্টু) সাধারণ সম্পাদক জলঢাকা পৌর জাতীয়তাবাদী দল বিএনপি, আলমগীর হোসেন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল জলঢাকা উপজেলা শাখা,ও সাধারণ সম্পাদক রউফুল ইসলাম (বাবু), মোঃ নুরুজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল জলঢাকা উপজেলা শাখা, মোঃ মোবারক হোসেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল জলঢাকা উপজেলা শাখা, রাশেদুল ইসলাম (হাসু) সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল জলঢাকা উপজেলা শাখা সহ উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল এর ইউনিয়ন সভাপতি, ও সাধারণ সম্পাদক ও দলের নেতাকর্মীরা এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মাহেরিন চৌধুরী বলেন বিগত সময়ে আমি,ও আমার পরিবার অনেক লাঞ্চিত হয়েছি
বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের কাছে থেকে, এবং জলঢাকায় সকল নেতা কর্মীদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, মাহেরিন চৌধুরী।
সঞ্চালনা করেন সামিনুল ইসলাম যুগ্ম আহ্বায়ক পৌর জাতীয়তাবাদী তাঁতীদল পৌর শাখা।