Tuesday, February 4, 2025

নীলফামারীতে ৩ ভিসা প্রতারক গ্রেফতার



 উপজেলা প্রতিনিধি (কিশোরগঞ্জ):নীলফামারীর কিশোরগঞ্জে তিন ভিসা প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারদের সোমবার (৩ ফেব্রুয়ারি) জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

গ্রেফতাররা হলেন— কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গদা কেরানীপাড়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র ছামিউল ইসলাম (১৯), একই গ্রামের মৃত নুর ইসলামের পুত্র জাহিদুল ইসলাম (২২) ও একই গ্রামের লাল মিয়ার পুত্র সাব্বির ইসলাম (১৯)।

থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু ভিসা প্রতারক রণচন্ডী দক্ষিণ সোনাকুড়ি স্থানে অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে এ তিন ভিসা প্রতারককে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছে থাই গেম ও ভিসা প্রতারণার সঙ্গে জড়িত থাকার প্রমাণ থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে এবং জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও জানান, থাই গেম ও ভিসা প্রতারণার প্রমাণ সাপেক্ষে তাদেরকে গ্রেফতার করে সাইবার নিরাপত্তা আইনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থাই গেম ও ভিসা প্রতারকদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও এ পুলিশ অফিসার জানান।

শেয়ার করুন