Tuesday, February 4, 2025

নীলফামারীতে মাসব্যাপী পুনাক শিল্প ও বাণিজ্য মেলা শুরু

 


মাহমুদ আল হাছান (নীলফামারী) ঃ

নীলফামারীতে শুরু হয়েছে মাসব্যাপী পুনাক শিল্প ও বাণিজ্য মেলা।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলা শহরের বড় মাঠে ওই মেলার আয়োজন করে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নীলফামারী জেলা শাখা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোর্শেদ আলম, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলাম, মেলার ইভেন্ট ম্যানেজমেন্ট মা ডেকোরেটর স্বত্বাধিকারী আনিসুর রহমান আনিস প্রমুখ।

পুলিশ সুপার মোর্শেদ আলম জানান, মেলায় ৫০টি স্টলে বিভিন্ন পণ্য পাওয়া যাবে। এছাড়া শিশুদের জন্য বিনোদনের বিভিন্ন রাইডস রয়েছে।


শেয়ার করুন