Saturday, February 1, 2025

ইজতেমায় প্রথম দিনে ৩ মুসল্লির মৃত্যু

 


তিস্তা নিউজ ডেস্ক ঃ গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় ৩ মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারী) দুপুর ১টা ৪৩ মিনিটে জুমার খুতবা শুরু হয়ে নামাজ শেষ হয় ১টা ৫৬ মিনিটে। বাংলাদেশের মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের এই জুমার নামাজের ইমামতি করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গোয়েন্দা বিভাগের তথ্যে জানা গেছে, ৪৬টি দেশের বিদেশি মুসল্লি এবারের প্রথম পর্বের ইজতেমায় অংশ নিয়েছেন। এ পর্যন্ত ৩ জন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। 
তারা হলেন- আমিরুল ইসলাম (৪০), আব্দুল কুদ্দুস গাজী (৬০) ও সাবেদ আলী (৭০)। এর মধ্যে আব্দুল কুদ্দুস গাজী ইজতেমা ময়দানে ও বাকি দুই জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এর আগে ময়দানে লাখো মানুষ একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন। বৃহৎ জামাতে অংশ নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গলের জন্য দোয়া করা হয়।

সাপ্তাহিক ছুটির দিন থাকায় গাজীপুরের টঙ্গী তুরাগতীরে ভোর থেকেই রাজধানীসহ আশপাশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন। ভোর থেকেই ইজতেমার বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে মানুষের ঢল নামে। দুপুর ১২টার দিকে মাঠ উপচে আশপাশের খোলা জায়গা জনসমুদ্রে পরিণত হয়। মূল ময়দানে জায়গা না পেয়ে আশপাশের বিভিন্ন সড়ক, ফুটপাত ও খালি জায়গায় অবস্থান নিয়ে নামাজ আদায় করেন হাজার হাজার মুসল্লি। অনেকেই বাড়ির ছাদ, নৌকা, গাড়ির ছাদে পাটি, পলিথিন, চট ও পত্রিকা বিছিয়ে জুমার নামাজ আদায় করেন। এছাড়া টঙ্গীর বিভিন্ন উঁচু ভবনের ছাদ থেকেও মুসল্লিরা জুমার নামাজে শরিক হন। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

তাবলিগ জামাতের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ্ রায়হান জানান, বাদ জুমা বয়ান করবেন জর্ডানের শেখ উমর খাতিব, বাদ আসর বয়ান করবেন মাওলানা জুবায়ের, বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট।


শেয়ার করুন