Monday, February 3, 2025

ইসলামী জিজ্ঞাসা ও জবাব



 প্রশ্ন : এশার নামাজের পর বেতের নামাজ আদায় করলে পরে অর্থাৎ শেষ রাতে কি তাহাজ্জুদ নামাজ পড়া যায়?



উত্তর : পড়া যায়। তবে, নিয়ম হলো রাতের সব ধরণের নামাজের শেষে বিজোড় বা বিতির পড়া। অবশ্য কেউ যদি ইশার পর বিতির পড়ে নেয়, এর পর তাহাজ্জুদ পড়ার সুযোগ পায়, তবে তার জন্য তাহাজ্জুদ পড়তে কোনো বাধা নেই।

উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী

সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।


শেয়ার করুন