Sunday, February 2, 2025

ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গিমুখী মুসল্লিদের ঢল

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ আখেরি মোনাজাতে শেষ হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। তাই মোনাজাতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে টঙ্গীর তুরাগ পাড়ের ইজতেমা ময়দানে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

রোববার (২ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকেই ময়দানমুখী হয়েছেন মুসল্লিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে মুসল্লিদের স্রোত বাড়তে থাকে।

 রেল, সড়ক কিংবা হেটে বিভিন্ন অঞ্চল থেকে তুরাগ নদের তীরে আসছেন তারা। মোনাজাত ঘিরে টঙ্গী ইজতেমা মাঠসংলগ্ন সড়ক-মহাসড়কগুলোতে মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে।

মুসল্লিরা বলছেন, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে ও গুনাহ মাফের আশায় ইজতেমা ময়দানে এসেছেন তারা। লাখো মানুষের জামায়েতে পরিবার-পরিজন ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় প্রার্থনা করবেন আল্লাহর কাছে।

আমিনুল নামের একজন জানান, ভোর ৪টায় পিকআপে করে কাপাসিয়া থেকে ময়দানের উদ্দেশে রওনা দিয়ে ভোগড়া বাইপাস নামেন। কিছু সময় পরিবহনের জন্য অপেক্ষা করেন। পরিবহন না পেয়ে অন্য মুসল্লিদের মতো হাঁটা শুরু করেন।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত রোববার সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে। তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।



শেয়ার করুন