Monday, April 14, 2025

জলঢাকায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলার উদ্বোধন



 জাহিদ হাসান জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় আজ আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যদিয়ে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। 

এ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাযালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত লোকজ মেলায় মিলিত হয়। এ কর্মসূচি আয়োজন করে উপজেলা প্রশাসন।

এ সময় শহীদ মিনার ডাকবাংলো মাঠে লোকজ মেলায় আয়োজিত আলোচনাসভায় বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ মোজাক্কির ইমরুল ,থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন,সমাজ সেবা অফিসার কামরুজ্জামান এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মোহায়ইমেনুর রহমান সানা, প্রিন্স মাহমুদ, শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

শেয়ার করুন