তিস্তা নিউজ ডেস্ক ঃ দেশজুড়ে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রতি বছর পরীক্ষার সময় রাজধানীর সড়কে তীব্র যানজট থাকে, যা পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তির কারণ হতো। তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন। রাজধানীর প্রধান সড়কগুলো ছিল প্রায় ফাঁকা, কোথাও চোখে পড়েনি সেই চিরচেনা যানজটের দৃশ্য। ফলে পরীক্ষার্থীরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে সময়মতো পৌঁছেছেন তাদের পরীক্ষাকেন্দ্রে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলী, আগারগাঁও, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, মহাখালী, গুলশান ও বাড্ডা এলাকা ঘুরে কোথাও যানজট পাওয়া যায়নি।
সরেজমিন দেখা গেছে, রাজধানীর বিজয় সরণি, ফার্মগেট, মিরপুর, উত্তরা, মতিঝিল, বাড্ডা, খিলগাঁওসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাড়ির চাপ ছিল অনেকটাই কম। কোথাও দীর্ঘ লাইনে আটকে থাকতে হয়নি কোনো যানবাহনকে। প্রতিটি সিগন্যালে ট্রাফিক সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন, ফলে পুরো ট্রাফিক ব্যবস্থাপনায় ছিল শৃঙ্খলার ছাপ।
যদিও কিছু কিছু সিগন্যালে অল্প সময়ের জন্য যানবাহন আটকে থাকতে দেখা গেছে, তবে তা খুবই স্বল্পস্থায়ী এবং নিয়ন্ত্রিত ছিল। এমন দৃশ্য রাজধানীতে খুব একটা দেখা যায় না, বিশেষ করে বড় ধরনের পাবলিক পরীক্ষার সময়।
এতে পরীক্ষার্থীদের মুখে ছিল স্বস্তির হাসি। অনেকেই জানিয়েছেন, যানজটের ভয় ছিল ঠিকই, তবে রাস্তায় নেমে তারা যানজট না পেয়ে স্বস্তির নিশ্বাস নিয়েছেন। সন্তানদের নির্বিঘ্নে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পেরে অভিভাবকরাও খুশি।
মো. রফিকুল ইসলাম নামে একজন অভিভাবক তার ছেলেকে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিয়ে যান। তিনি বলেন, প্রতিবারই পরীক্ষা শুরু হলে রাস্তায় কী যে ভোগান্তি হয়, আমরা বিভিন্ন সংবাদে দেখি। তাই আমরা আজ অনেক সকালে বের হয়েছি। কিন্তু আজ রাস্তায় কোনো যানজট ছিলো না। ছেলেকে ঠিকমতো কেন্দ্রে পৌঁছে দিতে পেরে আমি অনেকটা চিন্তামুক্ত।
শাহানাজ পারভীন নামের আরেকজন অভিভাবক তার মেয়েকে ঢাকা উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিয়ে যান। তিনি বলেন, আমি ভেবেছিলাম রাস্তার অবস্থা খারাপ হবে, তাই আগেভাগেই রওনা দিই। কিন্তু পথে কোনো সমস্যা হয়নি। ট্রাফিক পুলিশ খুব সুন্দরভাবে গাড়িগুলো পরিচালনা করেছেন। মেয়েও খুব শান্ত মনোযোগে পরীক্ষা দিতে গেছে।
এর আগে, ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এসএসসির কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। ফলে পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে এবং আশপাশের সড়কেও ছিল না যানজট।