Wednesday, April 2, 2025

জলঢাকায় (কৈমারী) প্রীমিয়ার ক্রিকেট লীগে ইজারাদারপাড়া চ্যাম্পিয়ন

 

মর্তুজা ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় কৈমারী প্রীমিয়ার ক্রিকেট টুর্নামেন্টে ইজারাদার পাড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কৈমারী ইউনিয়নের স্কুল এন্ড কলেজ মাঠের খেলায় কৈমারী ইজারাদার পাড়া স্পোর্টিং ক্লাব ৯ উইকেটে সুনগর সিক্সার কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সুনগর প্রথমে ব্যাট করে নির্ধারিত ৮ ওভারে ৮ উইকেটে ৮৮ রান করে জবাবে ইজারাদার পাড়া ৬.১ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৯ রান করে বিজয় অর্জন করে। খেলা শেষে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি কহিনুজ্জামান লিটন ও বিশিষ্ট ব্যবসায়ী রশিদুল হক উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে সোমবার সকালে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আসিফ ইকবাল সাজু। আয়োজক ফারুক জানান, এবারের টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় সায়েখ হোসেন ও সেরা অলরাউন্ডার আব্দুল হাই। নতুন ও পুরাতন খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টটি জাঁকজমকপূর্ণ হয়ে উঠে। কৈমারী ক্রিকেট দল এই টুর্নামেন্টের আয়োজন করে।


শেয়ার করুন