মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ বিএনপি নেতা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী জেলা বিএনপি'র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ মঙ্গলবার(২৯ এপ্রিল) সন্ধ্যায় জলঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব আলমগীর হোসেন ও উপজেলা সেক্রেটারি ও প্রেসক্লাবের সেক্রেটারি জনাব শাহজাহান কবির লেলিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এ বিক্ষোভে অংশগ্রহন করেন। বিক্ষোভ মিছিলটি জলঢাকা থানা মোড় থেকে শুরু হয়ে শহীদ আবু সাঈদ চত্বর প্রদক্ষিন করে জিরো পয়েন্ট মোড়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তাগন অবিলম্বে ইন্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের নিশর্ত মুক্তি দাবি করেন। সমাবেশের বিশেষ বক্তা জনাব শাজাহান কবির লেলিন বলেন যে, অবৈধ ফ্যাসিস্টের করা নিপীড়নমুলক মামলায় বিএনপি নেতাকে জেলে পাঠানোটাও নিবর্তনমুলক। মুক্ত বাংলাদেশে এখনও যদি ফ্যাসিবাদের করা নির্যাতন মুলক মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের জেলে যেতে হয়, তাহলে সেটা মেনে নেয়া যায় না। প্রধান বক্তা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব আলমগীর হোসেন বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে মুক্ত বাংলাদেশে বিএনপির নেতাকর্মীদের প্রতি বৈষম্যমূলক আচরন সহ্য করা হবে না। অবিলম্বে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের মুক্তি না দিলে সারাদেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে যা সামাল দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই।