জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ ফ্যাসিস্ট হাসিনার বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া এই দেশে কোন নির্বাচন হবেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার (১৯ এপ্রিল) বিকেলে নীলফামারীর জলঢাকায় উপজেলা জামায়াতের আয়োজনে জলঢাকা স্টেডিয়াম মাঠের এক বিশাল জনসভায় একথা বলেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনও তাদের দোসর ও কিছু নষ্ট রাজনীতিবিদ চাঁদাবাজি-দখলবাজি করছে। এটি প্রতিহত করতে অন্তবর্তী সরকারের কাছে আহবান জানান তিনি। জামায়াতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো জেলখানায় বন্দী সরকারের কাছে তার জবাব জানতে চান।
এসময় তিনি আরো বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই, তবে কালো টাকা ও পেশিশক্তি প্রভাবিত নির্বাচন আমরা দেখতে চাই না। সে কারণে অবশ্যই নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য যেকোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এটা দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুটি বিষয় ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না
পাশাপাশি তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ এই এলাকার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রতি দিয়ে তিনি আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীকে ক্ষমতায় আনার আহবান জানিয়ে বলেন জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সম্মান, নিরাপত্তা ও কাজের ব্যবস্থা করবে।
উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, আগামী নির্বাচনে জামায়াতের এমপি প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী, ছাদের হোসেন, মনিরুজ্জামান জুয়েল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা, এসিপির নেতা রেজাউল করিম রাজু। এছাড়া দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও এসময় জনসভায় বক্তব্য দেন। এর আগে জনসভা স্থল দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভীড়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে।