প্রশ্ন : কোনো বিধর্মী দম্পতি একত্রে ইসলাম গ্রহণ করলে তাদের বৈবাহিক অবস্থা টিকে থাকবে? না কি, পুনরায় ইসলামের রীতি অনুসারে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে হবে?
উত্তর : একসাথে ইসলামগ্রহন করলে বৈবাহিক অবস্থা টিকে থাকে। নতুন করে আর বিয়ে পড়ানোর দরকার হয় না।
উত্তর দিয়েছেন ঃআল্লামা মুফত উবায়দুর রহমান খান নদভী।