Thursday, May 15, 2025

জলঢাকায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

                     সুবাস চন্দ্র রায় 

জাহিদুল ইসলাম জাহিদ জলঢাকা ঃ নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড মেম্বার, শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান সুবাস চন্দ্রকে বৃহস্পতিবার (১৫ মে) আনুমানিক বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে গ্রেফতার করেছে পুলিশ। জলঢাকা শহরের পেট্রোল পাম্পের সামনে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা সুবাস চন্দ্র কে গ্রেফতার করা হয়েছে।  তিনি জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের সভাপতি। 

জলঢাকা থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন গ্রেফতার এর সত্যতা নিশ্চিত করেছেন।

আজ বিকালে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করা মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।


শেয়ার করুন