Monday, May 19, 2025

জলঢাকায় ইন্জিঃ শাহরিন চৌধুরী তুহিনকে গনসংবর্ধনা দিলো বিএনপি।

 

বদিউজ্জামান (প্রতিনিধি) জলঢাকাঃ দীর্ঘ ১৮ বছর পর নীলফামারীর জলঢাকা উপজেলায় আসলেন বিএনপি চেয়ারপারসন  বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী-১ ডোমার-ডিমলা আসনের বিএনপি'র সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি  ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে এসে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরে গত ৮ই মে হাইকোর্ট থেকে তিনি জামিনে মুক্তি পান তিনি। 

সোমবার (১৯ মে) জলঢাকা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গনসংবর্ধনা ও জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে আসেন তিনি ।তাকে বরণ করে নিতে সকাল থেকেই জলঢাকা পাইলট স্কুল মাঠে ভিড় করেন আপামর জনগণ ও বিএনপি,ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী। 

গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, এই গণসংবর্ধনা আমার জন্য এক বিরাট সম্মানের বিষয়। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তা আমি চিরদিন মনে রাখব। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের মুক্তির একমাত্র পথ হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আমরা সকলে মিলে সেই লক্ষে কাজ করব।

তিনি বলেন ,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নে দেশের সংস্কারের জন্য তুলে ধরে বলেন আমি মনে করি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও যাবে। এ জন্য দেশে প্রথম প্রয়োজন গণতান্ত্রিক মূল্যবোধে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। তুহিন বলেন বর্তমান সরকার ডিসেম্বরে নির্বাচনের কথা বলছেন। বিএনপির বিজয় নিশ্চিত জেনে নির্বাচন পেছানোর পায়তারায়  বিশেষ  একটি মহল বিএনপির বিরুদ্ধে বিষোদগার করছে। বিএনপি কারো পাতা ফাঁদে পা দিবে না। বিএনপি এগিয়ে যাবে দেশের সকল জনগনের রায় নিয়ে। কারন একটাই তারেক রহমানের ৩১ দফা আগামী বাংলাদেশের উন্নয়নের মুল চাবিকাঠি।

গণসংবর্ধনা ও জনসমাবেশে বিশেষ অতিথি ছিলেন: জনাব আ.খ.ম আলমগীর সরকার, সভাপতি,জেলা বিএনপি, মো: জহুরুল ইসলাম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি,আবু সাদেক লুলু চৌধুরী সভাপতি জিয়া পরিষদ নীলফামারী জেলা, আলহাজ্ব সৈয়দ আলী সাবেক উপজেলা চেয়ারম্যান ও সহ সভাপতি জেলা বিএনপি,এসময় জেলা বিএনপির সহ-সভাপতি রাহেদুল ইসলাম দোলন, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু, ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী, জেলা বারের সেক্রেটারি এ্যাড আল মাসুদ,রশিদুল ইসলাম (বাঙ্গালী) সেক্রেটারি পৌর বিএনপি জলঢাকা। সমাবেশে সভাপতিত্ব করেন কাজী দিলদার হোসেন ভারপ্রাপ্ত সভাপতি, জলঢাকা উপজেলা বিএনপি। সঞ্চালনা মো: মইনুল ইসলাম সাধারণ সম্পাদক, জলঢাকা উপজেলা বিএনপি। 




শাহাজাহান কোবির লেলিন আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল জলঢাকা উপজেলা। 

আমজাদ হোসেন 

সভাপতি জাতীয়তাবাদী কৃষক দল জলঢাকা প্রমুখ।


শেয়ার করুন