বদিউজ্জামান জলঢাকা (নীলফামারী)ঃঔষুধ ব্যবসায়ীদের ৪ দফা দাবি আদায়ে নীলফামারীর জলঢাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে একযোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২২ মে) সকালে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি জলঢাকা উপজেলা শাখার আয়োজনে শহরের জিরো পয়েন্ট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির উপজেলা সভাপতি মাহবুবুর রহমান মনি ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হালু।৪ দফা দাবির মধ্যে রয়েছে, ঔষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসিতে ঔষুধ কোম্পানি কর্তৃক ঔষুধ সরবরাহ বন্ধ করা এবং সব ওষুধের মুল্য সরকার কর্তৃক নির্ধারণ করা।