Tuesday, May 20, 2025

সিলেট -১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন



তিস্তা নিউজ ডেস্ক ঃআগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল জামায়াত। তবে আজ মঙ্গলবার সন্ধ্যায় এক সভা শেষে দলটি সিলেট-১ (মহানগর ও সদর) আসনে প্রার্থী বদল করার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট-১ আসনে দলটির নতুন প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় মসলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান। এর আগে এ আসনে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়েছিল।


সূত্রঃ দৈনিক প্রথম আলো।


শেয়ার করুন