বদিউজ্জামান জলঢাকা প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,যে সকল কর্মকর্তা ঘুষ নিবে তাঁদের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিতে হবে।আওয়ামী লীগের উন্নয়ন ছিল ভাঁওতাবাজি,জলঢাকা শহরের একটি মাত্র রাস্তা যা সামান্য বৃষ্টি হলেই ডুবে যায় এইটা উন্নয়নের নামে ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই না।
সোমবার নীলফামারী জেলার ৬ উপজেলা সফরের বিকালে জলঢাকা উপজেলার জিরো পয়েন্ট মোড়ে এক পথসভায় এ মন্তব্য করেন তিনি।
সারজিস আলম বলেন, সচিবালয়ে যে সকল কর্মকর্তা নতুন চাকরি বিধির বিরোধীতা করে আন্দোলনের নামে অরাজকতা শুরু করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাঁরা সচিবালয়ে বসে সিভিলক্যু করার পাঁয়তারা করছে।
তিনি বলেন যারা এই নীতিমালার বিরোধী বুঝতে হবে তারা ভাগ বাটোয়ারা এবং সিন্ডিকেট এর সাথে জড়িত।
বিগত সময়ে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন বানিজ্য সম্পর্কে বলেন, আমরা দেখেছি আগে এমপিরা টাকা দিয়ে মনোনয়ন কিনত। তারা দলীয় প্রভাবে নির্বাচিত হত এবং জনগনের কথা চিন্তা না করে তার উপরে যে নেতা তাকে তেল দিয়ে ও মেইনটেন করতে তার দিন যেত। কিন্তু জনগণের দিকে খেয়াল করার সময় পায়নি। এসব নেতারা নির্বাচনের আগে জনগণের পকেটে ৫০০/১০০০ টাকা ঢুকিয়ে দিয়ে জনগণকে প্ররোচিত করত এবং নির্বাচনের পরে সকল সেবায় ও সুযোগ সুবিধা দেয়ার নামে হাজার হাজার টাকা জনগণের পকেট থেকে নিয়েছে। তিনি আগামী নির্বাচনে দল মত না দেখে ভাল মানুষকে নির্বাচিত করে সামনের দিকে এগিয়ে নেয়ার করার আহ্বান জানান।
এর আগে তিনি উপজেলা শহরে বৃষ্টিতে ভিজে গন-সংযোগ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপি'র মুখ্য সংগঠক, সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন প্রমুখ।