Friday, May 30, 2025

জলঢাকায় শহীদ জিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত



জাহেদুল ইসলাম জাহিদ জলঢাকা ঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলার জলঢাকা উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে।

আজ শুক্রবার বিকালে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠিত কর্মসূচিতে জলঢাকা পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙ্গালীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জলঢাকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী দিলদার হোসেন, প্রধান আলোচক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল হোসেন,পৌর বিএনপির সেক্রেটারী গোলাম সারওয়ার ভুট্টো,এটিএম আউয়াল, সাংগঠনিক সম্পাদক ফিরোজুল হক চৌধুরী রুবেল, উপজেলা যুবদলের নেতা মোঃ শফিকুর রহমান মিজু, পৌর যুবদলের আবু তোরাব ইমন। এ সময় অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না থাকলে এ দেশ কখনো স্বাধীন হত না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন এবং তার নেতৃত্বে স্বাধীনতাকামী জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। স্বাধীনতা সংগ্রামে শহীদ জিয়ার অবদান অনস্বীকার্য।


শেয়ার করুন