Tuesday, May 20, 2025

জলঢাকা আইডিয়াল ডিগ্রী কলেজের জলমগ্ন ক্যাম্পাস



মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃনীলফামারীর জলঢাকা উপজেলা শহরের উপকণ্ঠে অবস্থিত জলঢাকার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান "জলঢাকা আইডিয়াল ডিগ্রী কলেজের" মাঠে সামান্য বৃষ্টিতেই মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি বের হয়ে যাওয়ার জন্যে কোন ড্রেইনেজ সিস্টেম না থাকায় এবং দীর্ঘদিন যাবত কলেজের মাঠে মাটি ভরাট না করার ফলে মাঠটি নীচু হয়ে পড়েছে। এর ফলে সামান্য বৃষ্টিতেই কলেজের মাঠে পানি থৈ-থৈ করছে এবং মাঠটি ব্যাবহারের সম্পুর্ন অনুপযোগী হয়ে পড়েছে। এবারে বর্ষার আগমন একটু আগাম হলেও এখনও পুরোপুরি বর্ষা আরম্ভ হয় নি, এতেই যদি কলেজ মাঠের এই অবস্থা হয় তাহলে পুরোদমে বর্ষা আরম্ভ হলে মাঠের কি অবস্থা হবে এবং এই জলাবদ্ধতা কতোদিনে নিরসন হবে তা সহজেই অনুমেয়। 

আপাতত মাটি ভরাট করার মাধ্যমে এই জলাবদ্ধতার সাময়িক নিরসন করা সম্ভব বলে কলেজ অধ্যক্ষ মত প্রকাশ করেন। দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা নিরসনে একটি ইউ ড্রেন নির্মান ও পার্শ্ববর্তী ক্যানেলে পানি নিষ্কাশনের ব্যাবস্থা করা হলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করা যায়।


শেয়ার করুন