Tuesday, July 1, 2025

আগামী বছরের শুরুতেই নির্বাচন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ড. ইউনূস



তিস্তা নিউজ ডেস্ক ঃ বাংলাদেশের জাতীয় নির্বাচন আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (৩০ জুন) সন্ধ্যায় প্রায় ১৫ মিনিটব্যাপী এক ফোনালাপে এ কথা জানান তিনি। মার্কো রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগকে সমর্থন জানিয়েছেন।

মার্কো রুবিও এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে টেলিফোন কথোপকথনটি ছিল অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক, যা দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, উভয় নেতা অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।

 

শেয়ার করুন